Publish Date: January 22nd, 2024, 10:10:am
সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ১১৫ নম্বর রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় ডিজিটাল ইকোসিস্টেম ম্যানেজার সৈয়দ ফজলে ফারহান শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। সভার প্রধান আকর্ষণ ছিল ইমপ্লিমেন্টেশন ম্যানেজার মোহাম্মদ জুবায়ের আলম তাজিনের একটি বিস্তৃত উপস্থাপনা, যিনি ইনোভেশন হাব প্রোগ্রাম গঠন, লক্ষ্য এবং সম্ভাবনার রূপরেখা তুলে ধরেন।
সৈয়দ ফজলে ফারহান ও মোহাম্মদ জুবায়ের আলম তাজিন পরে একটি প্রশ্ন এবং উত্তর সেশনের আয়োজন করেন। এতে শিক্ষার্থীরা অনেক প্রাসঙ্গিক এবং অন্তর্দৃষ্টিপূর্ণ প্রশ্ন উত্থাপন করে বিষয়বস্তুর সঙ্গে তাদের গভীর আগ্রহ এবং গভীর সম্পৃক্ততা প্রদর্শন করেন।
বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এটি শিক্ষার্থীদের প্রযুক্তিগত উদ্ভাবনের অগ্রভাগে থাকতে উৎসাহিত করবে।
এছাড়াও বশেমুরবিপ্রবি ইনোভেশন হাব প্রোগ্রামের ফোকাল পয়েন্ট ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল আসাদ কর্মশালায় বক্তব্য রাখেন। তিনি ইনোভেশন হাব প্রোগ্রামের গুরুত্বের ওপর জোর দেন এবং এটির উপস্থাপিত সুযোগের ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
কর্মশালায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।